Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি: হতে সঞ্চয়পত্রের পুন:বিনিয়োগ সুবিধা চালু হয়েছে। পুন:বিনিয়োগ সুবিধা পেতে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির পূর্বে ইস্যু অফিসে আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে। গ্রাহক সশরীরে উপস্থিত হয়ে আবেদন না করলে পুন:বিনিয়োগ সুবিধা পাবেন না। *** পেনশনার সঞ্চয়পত্রের বিনিয়োগকারীগণ ১ ডিসেম্বর, ২০২৪ খ্রি: হতে প্রতি মাসে মুনাফা প্রাপ্য হবেন। উল্লেখ্য ০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি: তারিখের আগে ক্রয়কৃত পেনশনার সঞ্চয়পত্রও এই সুবিধার আওতায় আসবে।***

                    

সঞ্চয় করলে নিজের সমৃদ্ধি, একই সাথে দেশের প্রবৃদ্ধি”

পূর্ণ মেয়াদান্তে পরিবার সঞ্চয়পত্র মুনাফার হার: ১২.৫০%, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার: ১২.৩০%, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার: ১২.৪০% এবং পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার: ১২.৫৫% ।

২০২৩-২৪ অর্থবছরে সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা হতে কর্তিত উৎসে কর প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস/ব্যুরো , জামালপুর অফিস হতে বিতরণ করা হচ্ছে ।   

***প্রাইজবন্ড ' ড্র ' অনুসন্ধানকারী মোবাইল  অ্যাপস ( PBRIS) ****


ভবিষ্যত পরিকল্পনা

ভবিষ্য পরিকল্পনাঃ 

‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ সিস্টেমে সেবার মান আরো বৃদ্ধি করা, বিদ্যমান জনবলকে দক্ষ করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান; অফিসের কর্ম পরিবেশ উন্নতকরণ; নিম্ন আয়ের মানুষ বিশেষতঃ নারী, বয়োজেষ্ঠ, প্রতিবন্ধী নাগরিক, দুস্থ ও অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান, অষ্টিটিকদের শিক্ষা প্রতিষ্ঠান অথবা অটিস্টিকদের শিক্ষা প্রতিষ্ঠান/সহায়তাকারী প্রতিষ্ঠান এবং পেশাজিবী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা, মনেটোরিং কার্যক্রম জোরদারকর। স্থায়ী রোল প্রাপ্তি সাপেক্ষে সঞ্চয়পত্র লেনদেন সংক্রান্ত  সেবা সহজীকরণ।