Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

***০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি: হতে সঞ্চয়পত্রের পুন:বিনিয়োগ সুবিধা চালু হয়েছে। পুন:বিনিয়োগ সুবিধা পেতে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির পূর্বে ইস্যু অফিসে আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে। গ্রাহক সশরীরে উপস্থিত হয়ে আবেদন না করলে পুন:বিনিয়োগ সুবিধা পাবেন না। *** পেনশনার সঞ্চয়পত্রের বিনিয়োগকারীগণ ১ ডিসেম্বর, ২০২৪ খ্রি: হতে প্রতি মাসে মুনাফা প্রাপ্য হবেন। উল্লেখ্য ০১ ডিসেম্বর, ২০২৪ খ্রি: তারিখের আগে ক্রয়কৃত পেনশনার সঞ্চয়পত্রও এই সুবিধার আওতায় আসবে।***

                    

পূর্ণ মেয়াদান্তে পরিবার সঞ্চয়পত্র মুনাফার হার: ৭.৫০ লক্ষ টাকা ও এর নিন্মে  ১১.৯৩% এবং ৭.৫০ লক্ষ টাকার উর্দ্ধে ১১.৮০%। পূর্ণ মেয়াদান্তে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার: ৭.৫০ লক্ষ টাকা ও এর নিন্মে  ১১.৮২% এবং ৭.৫০ লক্ষ টাকার উর্দ্ধে ১১.৭৭%। পূর্ণ মেয়াদান্তে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার: ৭.৫০ লক্ষ টাকা ও এর নিন্মে  ১১.৮৩% এবং ৭.৫০ লক্ষ টাকার উর্দ্ধে ১১.৮০%। পূর্ণ মেয়াদান্তে পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার: ৭.৫০ লক্ষ টাকা ও এর নিন্মে  ১১.৯৮% এবং ৭.৫০ লক্ষ টাকার উর্দ্ধে ১১.৮০%।

২০২৪-২৫ অর্থ বছরে সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা হতে কর্তিত উৎসে কর প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস/ব্যুরো , জামালপুর অফিস হতে বিতরণ করা হচ্ছে । **** প্রাইজবন্ড ' ড্র ' অনুসন্ধানকারী মোবাইল অ্যাপস ( PBRIS) **** যোগাযোগঃ জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, জামালপুর।ফোনঃ ০২-৯৯৭৭৭২২০০ মোবাইলঃ ০১৭১৯-৩৯১৩২৯







আমাদের অর্জনসমূহ

জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, জামালপুর এর প্রধান কাজ হচ্ছে অফিসের দৈনন্দিন কাজ পরিচালনা, জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক নির্ধারিত বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় সঞ্চয় স্কিমের বিনিয়োগ সংক্রান্ত আর্থিক ও আইনী সমস্যার সমাধান। জেলা সঞ্চয় অফিস/ ব্যুরো, জামালপুর এর মাধ্যমে ২০২2-২3 অর্থবছরে মোট 125 কোটি টাকা বিনিয়োগ লক্ষ্যমাত্রার বিপরীতে 25 জুন, 2023 পর্যন্ত 39.95 কোটি টাকা অর্জিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার 31.96 শতাংশ। অনুরুপভাবে  20২০-20২১ ও 2021-22 অর্থবছরে মোট বিনিয়োগ লক্ষ্যমাত্রা  যথাক্রমে 120 কোটি টাকা ও 90 কোটি টাকা  যার বিপরীতে অর্জন হয়েছে যথাক্রমে 47.40 কোটি এবং 50.9210 কোটি টাকা; যা লক্ষ্যমাত্রার যথাক্রমে 39.50 শতাংশ ও 56.58 শতাংশ। বিগত বছরগুলোতে ও লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের এ ধারা ছিল সন্তোষজনক। অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘সরকারী ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ: অগ্রাধিকার কার্যক্রমসমূহের ধারাবাহিকতা রক্ষা (পিইএমএস)’ শীর্ষক কর্মসূচীর আওতায় ‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’  সফটওয়্যার  চালু হয়েছে। ফলে জাতীয় সঞ্চয় স্কিমের লেনদেন কার্যক্রমে ইএফটি চালুসহ সঞ্চয়পত্র স্ক্রিপলেস করা হয়েছে এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি পেয়েছে। ডুপ্লিকেট সঞ্চয়পত্রও অনলাইনে ইস্যু করা হচ্ছে। সঞ্চয়পত্রে বিনিয়োগকারীগনকে এনআইডি/ টিআইএন নম্বর ভিত্তিক উৎসে কর কর্তন বিবরনী প্রদান করা হচ্ছে।